ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

স্বাধীনতা বিরোধী শক্তির তৎপরতা রোধে সতর্ক থাকতে হবে: ইকবালুর রহিম

IMG
26 March 2024, 4:35 PM

সাহেব আলী, দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, স্বাধীনতার বিরোধী শক্তি এখনো তৎপর রয়েছে। এজন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আরও সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে হত্যা করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পাকিস্তানীদের হাতে তুলে দেয়ার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে জলুম, নির্যাতন করেছেন। ক্যাঙ্গারু আদালত করে ১৮ হাজার সেনা সদস্যকে ফাঁসি দিয়েছেন। শুধু লক্ষ্য ছিল একটাই, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করা। কিন্তু ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে স্বাধীনতাকামী মানুষদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছেন।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন