ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ঈশ্বরদী রেল ক্রসিংয়ে দুই ট্রেনের সংঘর্ষ

IMG
27 March 2024, 8:47 AM

পাবনা, বাংলাদেশ গ্লোবাল: পাবনার ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ জানান, ঈশ্বরদী রেল স্টেশনে তেলবাহী ট্যাংকারের সাথে পাথরবাহী ওয়াগনের এ সংঘর্ষ হয়েছে। পাথরবাহী ওয়াগনটি ভারতের। এটি ভারত থেকে পাথর নিয়ে বাংলাদেশে আসছিল।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী জানান, তেলবাহী ট্যাংকার সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী ইয়ার্ডেই আছে উদ্ধারকারী ক্রেন। ইতোমধ্যে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন