ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন

IMG
27 March 2024, 7:41 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকায় বুধবার (২৭ মার্চ) ভোরে সেহরির জন্য রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।

এ ঘটনায় দগ্ধরা হলেন: অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নান্নু মিয়া (৬২), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৪৮), মেয়ে গণবিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সাথী আক্তার মৌ (২৩) ও ছেলে কলেজ ছাত্র সোহাগ (১৯)। তাদের বাড়ি ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায়। নান্নু মিয়া ছেলেমেয়েদের লেখাপড়া সুবিধার জন্য মোকামটোলা এলাকার আমেরিকা প্রবাসী ইব্রাহিম মিয়ার চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে নিচতলায় বিকট শব্দ হয়। এরপর খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন।

সোহেল রানা জানান, ধারণা করা হচ্ছে লিকেজ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পরিবারের চারজনই দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক বলে মনে হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন