ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে শরফুদ্দৌলা ইবনে সৈকত (ভিডিও)

IMG
28 March 2024, 4:57 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর অস্ট্রেলিয়ার মাটিতেও দারুণ আম্পায়ারিং করে প্রশংসা পান তিনি। সময়ের অন্যতম সেরা এই আম্পায়ার এবার পেলেন যোগ্যতার মূল্য। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে নির্বাচিত হয়েছেন এই বাংলাদেশি আম্পায়ার।

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বার্ষিক পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার পর তাঁকে অন্তর্ভূক্ত করেছে।

আইসিসির জেনারেল ম্যানেজার - ক্রিকেট ওয়াসিম খান (চেয়ারম্যান), সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার, নিউজিল্যান্ডের সাবেক আম্পায়ার টনি হিল এবং কনসালট্যান্ট অফিসিয়েটিং এক্সপার্ট মাইক রিলেকে নিয়ে গঠিত সিলেকশন প্যানেল যাচাই বাছাইয়ের পর এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল থেকে শরফুদ্দৌলাকে এলিট প্যানেলের অন্তর্ভূক্ত করার সুপারিশ করেন।

২০০৬ সাল থেকে শরফুদ্দৌলা ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ারের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১০ সালে মিরপুরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার একটি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

ফিল্ড আম্পায়ার হিসেবে তিনি এখন পর্যন্ত ছেলেদের ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া মেয়েদের ক্রিকেটেও ১৩টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন।

শরফুদ্দৌলা আইসিসির বেশ কয়েকটি বড় ইভেন্টেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে ২০১৭ ও ২০২১ সালের মেয়েদের বিশ্বকাপ এবং ২০২৩ এর ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ উল্লেখযোগ্য।

এলিট প্যানেলে অন্তর্ভূক্ত হয়ে দারুণ উত্তেজিত বোধ করছেন শরফুদ্দৌলা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভূক্ত হওয়াটা অত্যন্ত সম্মানজনক ব্যাপার। দেশের প্রথম ব্যক্তি হিসেবে এই প্যানেলে জায়গা পাওয়াটা আমার কাছে একটু বেশিই স্পেশাল এবং আমার প্রতি যে বিশ্বাস রাখা হয়েছে, তার যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করবো। বছরের পর বছর ধরে আমার বেশ অভিজ্ঞতা হয়েছে এবং আমি আরও বেশি চ্যালেঞ্জিং দায়িত্ব নিতে প্রস্তুত।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন