ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন চীন

IMG
29 March 2024, 4:22 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অনেক শান্তিপ্রিয় দেশের মতো চীনও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়ার তথাকথিত ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারি (অকাস) চুক্তি নিয়ে গুরুতর উদ্বিগ্ন। আশা করা যায়, সংশ্লিষ্ট পক্ষ পারস্পরিক আস্থা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক কাজ করবে। সম্প্রতি নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, অকাসে তাঁর দেশের যোগদানের অধিকারের প্রতি সম্মান করা উচিত চীনের। জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বৃহস্পতিবার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছোট ছোট জোট করে প্রতিদ্বন্দ্বিতা করা যুগের দাবি এবং আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা নয়। নিউজিল্যান্ডের সঙ্গে পারস্পরিক সম্মান, সহনশীলতা, সহযোগিতার মনোভাব নিয়ে যথাযথভাবে মতভেদ সমাধান করা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিতে চায় চীন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন