ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রাজনীতিতে প্রত্যাবর্তন গোবিন্দর

IMG
29 March 2024, 4:30 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মাঝে সাময়িক বিরতি। ফের রাজনীতিতে ফিরলেন গোবিন্দ। ২০০৪-সালে কংগ্রেসের টিকিটে মুম্বাই উত্তর আসন থেকে ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন। ২০০৪ থেকে ২০০৯— পাঁচ বছর চুটিয়ে রাজনীতির পর তিনি সরে গিয়েছিলেন অজ্ঞাত কারণে।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিলেন গোবিন্দ। এদিন বলিউডের ‘হিরো নং ১’ শিণ্ডের উপস্থিতিতে বর্ষা বাংলোয় আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা গ্রহণ করেন। তিনি জানান, ১৪ বছর নির্বাসনে থাকার পর ফের রাজনীতির আঙিনায়। তিনি যে আবার ফিরবেন, সেটা নিজেও কল্পনা করতে পারেননি বলে জানান গোবিন্দ।

তারকা প্রার্থী সম্পর্কে একনাথ শিণ্ডের বক্তব্য, গোবিন্দ শিবসেনাতে যোগ দেওয়ার জন্য কোনও শর্ত রাখেননি। তিনি রাজ্য সরকারের কাজ দেখে মুগ্ধ হয়ে দলে যোগ দিয়েছেন। গোবিন্দকে লোকসভার টিকিট দেওয়া হবে কিনা জানতে চাইলে শিণ্ডে বলেন, অভিনেতা এক্ষুণি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। পাশাপাশি এও জানিয়েছেন, বলিউড অনেক বড় ইন্ডাস্ট্রি। গোবিন্দ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রত্যেকের সমস্যার সমাধান করতে ইচ্ছুক। তিনি আপাতত সরকার এবং বিনোদন দুনিয়ার মধ্যে সংযোগস্থাপনকারী হিসেবে কাজ করবেন।

ধারণা করা হচ্ছে, গোবিন্দ মুম্বাই উত্তর পশ্চিম আসন থেকে শিবসেনার টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ প্রসঙ্গে অভিনেতার মত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

গোবিন্দর গলাতেও এদিন মুখ্যমন্ত্রীর কথার সুর। তিনি আরও বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাযথভাবে পালন করবো। সিনেমা শিল্প সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুম্বাইয়ের ফিল্মসিটি সারা বিশ্বে আধুনিকতার পরিচায়ক। একনাথ শিণ্ডে মুখ্যমন্ত্রী হওয়ার পর মুম্বাইয়ে অনেক পরিবর্তন হয়েছে। তাতেই তিনি প্রভাবিত।” তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী না থাকলে ফিল্মসিটি তৈরির কাজ সম্পূর্ণ হতো না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন