ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দু'জন নিহত

IMG
29 March 2024, 9:10 AM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দু'জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের চান মিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের ধান ক্ষেতে অপর একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে কাপাসিয়া থানার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে মনির উদ্দিনের ছেলে মো: চান মিয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশ্যে ঢুকে। এসময় চান মিয়া গরু চুরির বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করে এলাকাবাসী জড়ো করেন। এসময় স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে একজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরজনকে স্থানীয়রা ধাওয়া দিলে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামে ধান ক্ষেতের আড়ালে লুকায়। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে ধান ক্ষেতের আড়াল থেকে খুঁজে বের করে পিটুনি দিলে ঘটনাস্থলেই গরু চোর সন্দেহে অপরজন নিহত হয়।

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, গরু চুরি রোধে এলাকায় গ্রামবাসী পাহাড়া বসিয়েছিলেন। শুক্রবার রাতে গাড়িতে করে একটি কৃষকের গরু চুরি করতে যায় কয়েকজন। গ্রামবাসী গরু চুরির বিষয়টি টের পেয়ে একজোট হয়ে দু'জনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নামিলা গ্রামে একজন ও পাশ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধান ক্ষেতে একজনসহ দু'জন নিহত হয়েছেন। আরও চার-পাঁচজন গরু চোর এখনো এলাকায় আছে, গ্রামবাসী তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন