ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করবে চীন

IMG
30 March 2024, 4:58 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট এবং গ্রেটার ইন্দোনেশিয়ান অ্যাকশন পার্টির চেয়ারম্যান প্রবোও সুবিয়ান্তো আগামীকাল ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন এ তথ্য জানান।

সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন সুবিয়ান্তো। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থজড়িত বিষয়ে মতবিনিময় করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, চীন ও ইন্দোনেশিয়া উভয়ই গুরুত্বপূর্ণ উন্নয়নশীল বড় রাষ্ট্র এবং নবোদিত অর্থনৈতিক সত্তার প্রতিনিধি। দেশ দু'টির ঐতিহ্যবাহী মৈত্রী সুগভীর এবং সহযোগিতাও ঘনিষ্ঠ। প্রেসিডেন্ট হিসেবে প্রবোও চীনকে প্রথম সফরের গন্তব্য স্থান হিসেবে বেছে নিয়েছেন; যা চীন ও ইন্দোনেশিয়ার সম্পর্কের উচ্চ মানের বহিঃপ্রকাশ। দেশ দু'টি আসন্ন সফরকে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করবে এবং সার্বিক কৌশলগত সহযোগিতা গভীরতর করবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন