ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রাষ্ট্রপতির নিকট মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

IMG
31 March 2024, 5:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আজ দুপুরে বঙ্গভবনে নিজেদের ‘বার্ষিক প্রতিবেদন ২০২৩’ হস্তান্তর করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মানবাধিকার হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার। দেশের মানবাধিকার লঙ্গনের বিরুদ্ধে প্রতিকার গড়ে তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের মূল দায়িত্ব। তিনি বলেন, দেশের যে কোন স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেই সেখানে যাতে মানবাধিকার কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারে, সেই লক্ষ্য নিয়েই কমিশনকে কাজ করতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশে বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেগুলো পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের মতো বিপর্যয় ঘটায়। তিনি এসব কার্যক্রম বন্ধে সচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিশনকে তাগিদ দেন। রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানবাধিকার সুরক্ষায় কমিশনকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়া তিনি মানবাধিকার কমিশনের বিভিন্ন স্থানে সহায়তা ও গৃহীত ব্যবস্থাদির তথ্য তুলে ধরেন।
এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. তানিয়া হক ও অ্যাডভোকেট কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন