ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ

IMG
03 April 2024, 12:31 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে আবারও সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯-এর কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম গোমস্তাপুরের রোকনপুর সীমান্তের নগরপাড়া গ্রামের হাসান গোয়ালের ছেলে।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, সাইফুলসহ আরও ৫-৬ জন রাতে গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইফুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। এ সময় রাজু হোসেন নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৬-বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আব্দুল জাব্বার বলেন, নিহত ওই ব্যক্তির স্বজনরা আমাদের বিষয়টি অবহিত করেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

এর আগে গত ২৬ মার্চ লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ও নওগাঁর পোরশা সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায় বিএসএফ। নিহতরা হলেন- লিটন ও আলামিন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন