ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ঢাকা ছাড়ছে মানুষ, বাসে বেড়েছে যাত্রীচাপ

IMG
07 April 2024, 11:40 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য সড়কপথে বাসযোগে রাজধানী ছাড়ছেন মানুষ। গত কয়েক দিনের তুলনায় রোববার (৭ এপ্রিল) বাসে যাত্রীর চাপ চোখে পড়ে অনেক বেশি।

পথের ভোগান্তি ও অতিরিক্ত তাপমাত্রা এড়াতে অনেককেই দেখা যায় ভোরের দিকে ঢাকা ছাড়তে। রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, সায়দাবাদবাদ, মহাখালীসহ প্রতিটি বাস টার্মিনাল ও পরিবহন কোম্পানিগুলোর কাউন্টারে যাত্রীর চাপ চোখে পড়ার মতো।

দুর্ভোগ কমাতে রাজশাহীতে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে স্ত্রী-সন্তান আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন বেসরকারি চাকরিজীবী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘অফিস থেকে ঈদের ছুটি দিয়েছে আগামী মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে। স্ত্রী ও সন্তানদের আজকেই পাঠিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরমে ভোর বেলায় তাদেরকে গাড়িতে তুলে দিয়েছি।’

অতিরিক্ত ভাড়া কিংবা যানজট নিয়ে যাত্রীদের খুব একটা আক্ষেপ ছিল না। বরং মহাসড়ক উন্নত হওয়ায় অনেকটা ঝামেলাহীন ও নির্বিঘ্নভাবেই বাড়ির পানে ছুটে সাধারণ মানুষ।

উত্তরবঙ্গের যাত্রী মোস্তফা কামাল বলেন, ট্রেনের টিকিট পাইনি। বাসে স্বাভাবিক সময়ের চেয়ে ভাড়া বেশি রাখা হচ্ছে। কিন্তু টিকিট পাওয়ায় বাড়ি যেতে পারছি। আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবো বলে খুশি লাগছে। তবে দীর্ঘ ছুটিতে অনেকে আগেভাগে ঢাকা ছাড়ার কারণে গত বছরগুলোর তুলনায় এবার যাত্রীচাপ অনেক কম বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন