ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হবে বেসিক ব্যাংক

IMG
09 April 2024, 4:00 AM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সরকারি বেসিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। সোমবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গত বেশ কিছু দিন ধরেই সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের একীভূতকরণ নিয়ে আলোচনা হচ্ছিল। এ নিয়ে ব্যাংক দু'টির পরিচালনা পর্ষদেও আলোচনা হয়। তবে এক্ষেত্রে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসছিল না। এ প্রেক্ষিতেই সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের বৈঠক হয়। ওই বৈঠকেই বেসিক ব্যাংককে একীভূতকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, ‘সিটি ব্যাংক দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক। আমাদের ব্যাংকের পর্ষদে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) অংশগ্রহণ রয়েছে। আবার পুঁজিবাজারেও সিটি ব্যাংক তালিকাভুক্ত। দুর্বল কোনো ব্যাংক একীভূত করতে হলে আমাদের সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন নিতে হবে।’

তিনি বলেন, ‘দেশের ব্যাংক খাতে মার্জার-অ্যাকুইজিশন নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। আমরাও এক্ষেত্রে বাইরে নই। দেশের অর্থনীতির স্বার্থে যদি কোনো কঠিন সিদ্ধান্তও নিতে হয়, সেক্ষেত্রে সিটি ব্যাংক প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে আমরা পর্যালোচনা ও বিশ্লেষণ করছি।’

উল্লেখ্য, গত মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি করে পদ্মা ব্যাংক। এরপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এবার এই তালিকায় সিটি ও বেসিক ব্যাংকের নাম যুক্ত হলো। চলতি মাসের মধ্যেই আরো ৫-৭টি দুর্বল ব্যাংক একীভূত হওয়ার ঘোষণা আসতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন