ঢাকা      বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

IMG
09 April 2024, 9:18 AM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় থেমে থেমে কিছু গাড়ি চলাচল করতে দেখা গেছে। এতে বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা। আজ মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেতু বিভাগের এই কর্মকর্তা জানান, গতকাল সোমবার রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করতে কিছুটা সময় লাগে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪২৭টি গাড়ি পার হয়। এতে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে চাপ থাকায় যানবাহন ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন