ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

IMG
09 April 2024, 7:39 PM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ ভোগা‌ন্তির পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। এর আগে ফিট‌নেসবহীন প‌রিবহন, সেতুর উপর দুর্ঘটনা, টোল আদায় বন্ধ থাকায় গভীর রাত থে‌কে মহাসড়‌কের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে প‌রিবহন চলাচ‌লে ধীরগ‌তি ও যানজ‌টের সৃষ্টি হ‌য়ে‌ছিল।

আজ মঙ্গলবার দুপুর ২টার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌তে শুরু হয়। বর্তমা‌নে এক রকম ফাঁকা হ‌য়ে প‌ড়ে‌ছে মহাসড়কটি।

স‌রেজ‌মি‌নে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গে‌ছে, প‌রিবহ‌নের তেমন চাপ নেই। ক‌য়েক‌টি করে গা‌ড়ি যা‌চ্ছে উত্তরব‌ঙ্গের দি‌কে।
এরআগে, সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে ব্যাপক যানজ‌টের সৃ‌ষ্টি হয়। এতে মহাসড়‌কের টাঙ্গাইল আশিকপুর বাইপাস হ‌তে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার সড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, পু‌রো মহাসড়কে তেমন কোন প‌রিবহন নেই। স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে গা‌ড়িগু‌লো। দুপু‌রের পর মহাসড়ক ফাঁকা হ‌য়ে‌ছে। গা‌ড়ির চাপও ক‌মে‌ছে। আর চাপ বাড়ার সম্ভবনা নেই।

বঙ্গবন্ধু সেতুর সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর উপরে ১১টি গাড়ি বিকল হয়। সে গুলো তাৎক্ষণিক অপসারণ করাতে কিছুটা সময় লাগে। এতে যানজটের সৃষ্টি হ‌য়। বর্তমা‌নে সেতুর টোলপ্লাজার কা‌ছে কিছু সংখ্যক প‌রিবহন থাক‌লেও সেতুর দুইপা‌শে প‌রিবহন নেই। স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে প‌রিবহন।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন