ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

IMG
11 April 2024, 9:03 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এছাড়াও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিকরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের প্রধান জামাতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল নামে। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে দিয়ে তিন‌টি চেকপোস্টের মধ্য দিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়েও দীর্ঘ লাইনে ঈদগাহ ময়দানে যান ধর্মপ্রাণ মুসল্লিরা।

দুই ঘণ্টা আগে থেকেই দীর্ঘ লাইন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা।

ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশির পরই ঈদগাহে প্রবেশ করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঈদ জামাতে অংশ নিতে আসা রাজধানীর খিলগাঁওয়ের মুসল্লি রাকিব জানান, ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দ শুরু হয় ঈদ জামাতের মধ্য দিয়ে। তাই অনেক মানুষের সঙ্গে ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে এসেছি। খুব খুশি লাগছে। সবার সঙ্গে বড় এ জামাতে নামাজ পড়ার আনন্দই আলাদা।

এবার জাতীয় ঈদগাহের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেন। ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা ছিল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন