ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বান্দরবানের রুমা ভ্রমণের ৪টি নির্দেশনা স্থগিত

IMG
13 April 2024, 12:41 PM

বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: বান্দরবানের রুমা ভ্রমণে পর্যটকদের জন্য উপজেলা প্রশাসনের জারি করা ৪টি নির্দেশনা স্থগিত করেছেন রুমার উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম। শুক্রবার (১২ এপ্রিল) ওই চারটি নির্দেশনা স্থগিত করে একটি পত্রাদেশ জারি করেন তিনি। এর আগে, গত ৯ এপ্রিল ওই ৪টি নির্দেশনা দিয়ে একটি পত্র জারি করেছিল রুমা উপজেলা প্রশাসন।

ওই নির্দেশনাগুলো হলো, যৌথবাহিনীর অভিযান পরিচালনাকালে কোন হোটেলে পর্যটকের রুম ভাড়া দেয়া যাবে না। কোন পর্যটক পথ প্রদর্শকও পর্যটকদের কোন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। কোন পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌ-পথেও পর্যটককে কোন পর্যটন কেন্দ্রে যাওয়া যাবে না।

নির্দেশনা জারির চার দিন পর এগুলো স্থগিত করে পত্রাদেশ জারি করেন রুমার ইউএনও।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন