ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ইসরাইলে ইরানি হামলার বিরুদ্ধে ‘অবিশ্বাস্য সামরিক সাফল্যের’ প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র

IMG
15 April 2024, 5:55 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কার্বি বলেছেন, ইরানের ৩০০টির বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে যা ঘটেছে, তা ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং অন্য অংশীদারদের একটি "অবিশ্বাস্য সামরিক সাফল্য"। রবিবার সকালে সিএনএন এবং এনবিসিতে কার্বি বলেন, ইসরাইলকে লক্ষ্য করে নিক্ষেপ করা "বেশ কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র" যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গুলি করে ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরক ভর্তি আকাশ যান ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান আরও বলেন, "আমরা তাদের ছদ্ম বাহিনীসহ যে কোনো ধরনের আক্রমণ অবিলম্বে বন্ধ করা এবং উত্তেজনা হ্রাস করতে ইরানের প্রতি আহবান জানাচ্ছি। আমরা ইরানের সাথে সংঘাত চাই না; তবে আমরা আমাদের সামরিক বাহিনীকে রক্ষা করা এবং ইসরাইলের প্রতিরক্ষায় তাদের সমর্থন করতে কাজ করতে দ্বিধা করবো না।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় রবিবার দিনের শেষে দ্রুততার সাথে গ্রুপ সেভেন-এর একটি ভিডিও বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন। "ইরানের নির্লজ্জ হামলার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করতে" এই সভার আয়োজন করছেন তিনি।

বৈঠকের আগে বাইডেন এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, ছয় মাস ধরে চলমান যে সংঘাত মধ্যপ্রাচ্যকে আচ্ছন্ন করে ফেলেছে, পশ্চিমা দেশগুলো সেই সংঘাতকে আরও প্রসারিত করতে চায় না। বাইডেন শনিবার সন্ধ্যায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন। সেসময় তিনি ইসরাইলের নিরাপত্তার প্রতি আমেরিকার লৌহকঠিন প্রতিশ্রুতির কথা আবার নিশ্চিত করেন।

গণমাধ্যমের খবর অনুসারে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, যেহেতু ইরানি হামলায় খুব কম হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে; তাই ইরানের বিরুদ্ধে ইসরাইলের প্রতিশোধ নেয়া উচিত নয়। বাইডেন শনিবারের শুরুতে ডেলাওয়্যার সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে আসেন। এরপর তিনি হোয়াইট হাউস সিচুয়েশন রুমে তার মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের একটি বৈঠক আহবান করেন।

গত ১ এপ্রিল ইরানের দামাস্ক কনস্যুলেটে ইসরাইলের সন্দেহভাজন বিমান হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে দেশটি। এরপর ইসরাইলে নজিরবিহীন হামলা শুরু করে। এই হামলার পরিপ্রেক্ষিতে বাইডেন এই বৈঠক আহবান করেন।

প্রতিরক্ষা কর্মকর্তারা শুক্রবার নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের মধ্যপ্রাচ্যের স্থাপনায় অতিরিক্ত সৈন্য ও সরঞ্জাম পাঠনো শুরু করেছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ হাজার সৈন্য রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা করছে। এমন আশঙ্কায়, ড্রোন এবং নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে সক্ষম দু'টি গাইডেড-মিসাইল বহনকারী ডেস্ট্রয়ার ইসরাইলের কাছাকাছি নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর লোহিত সাগর বাহিনী, এর আগে ইয়েমেন থেকে ইসরাইলের দিকে নিক্ষেপ করা ইরানের মিত্র হুথি গোষ্ঠীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইসরাইলে পরিচালিত ইরানের হামলার প্রতি বাইডেন প্রশাসনের প্রতিক্রিয়াকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে তার রাজনৈতিক প্রতিপক্ষগুলো। কেননা, যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ মাসেরও কম সময়ের মধ্যে। আর, এই নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির বর্তমান প্রেসিডেন্ট এবং তার পূর্বসুরী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।

শনিবার পেনসিলভানিয়ার স্নেকসভিলে এক সমাবেশে ট্রাম্প দাবি করেন, "আমরা যদি দায়িত্বে থাকতাম, তবে এই হামলার ঘটনা ঘটতো না।" তবে কীভাবে তিনি তা সামাল দিতেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন