ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

যমুনা নদীর ঘাটে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ভিড়

IMG
16 April 2024, 11:54 AM

সিরাজগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সিরাজগঞ্জে যমুনা নদীর ঘাটে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর পুণ্যস্নান। প্রতিবছর বাসন্তী পূজা উপলক্ষে অষ্টমী তিথিতে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর থেকে যমুনা নদীর শ্মশানঘাট এলাকায় পুণ্যস্নানে অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থীরা আসে। পাপ মোচন ও পুণ্য লাভের আশায় ভক্তবৃন্দরা এই অষ্টমীর স্নান করে।

স্নানের পাশাপাশি চলে গীতা পাঠ, পূজা অর্চনা ও ভক্তিমূলক সংগীত। এ সময় ভক্তবৃন্দরা নিজেদের সংসার ও দেশ জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ ও পৌর ঘুরকা মহাশ্মশান শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা জানান, প্রতি বছর বাসন্তী পূজা উপলক্ষে যমুনা নদীর ঘাটে এই স্নান উৎসবের আয়োজন করা হয়। এই স্নান উৎসবে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করে। এছাড়াও চত্বরে বসে গ্রামীণ মেলা।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন