ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

হাত বিচ্ছিন্ন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ হামাসের

IMG
25 April 2024, 10:45 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হার্স গোল্ডবার্গ-পোলিন নামের এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ২৩ বছর বয়সী গোল্ডবার্গের একটি হাতের কনুই পর্যন্ত নেই। তিন মিনিটের এই ভিডিওতে গোল্ডবার্গকে বলতে শোনা যাচ্ছে, আমি ইসরায়েল সরকারের প্রতি অনুরোধ করছি আমাকে গাজা থেকে মুক্ত করে নিয়ে যান।

ভিডিওটিতে কোনো তারিখ উল্লেখ নেই। তবে তাকে বলতে শোনা যাচ্ছে, গাজায় প্রায় ২০০ দিন ধরে বন্দি আছেন তিনি। অর্থাৎ ভিডিওটি মাত্র কয়েকদিন আগে ধারণ করা হয়েছে। গত ৭ অক্টোবর গোল্ডবার্গ-পোলিনকে রে’ইমের সুপারনোভা পার্টি থেকে ধরে নিয়ে যান হামাসের যোদ্ধারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে যখন হামলা চালান তখন একটি আশ্রয়কেন্দ্রে তিনিসহ কয়েকজন আশ্রয় নেন। ওই সময় সেটির ভেতর গ্রেনেড ছোঁড়া হয়। ওই গ্রেনেডের আঘাতে গোল্ডবার্গ আহত হন বলে ধারণা করা হয়। আহত অবস্থাতেই তাকে হামাসের সদস্যরা গাজায় নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

হামাস এর আগেও জিম্মিদের বিভিন্ন ভিডিও প্রকাশ করেছিল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, সাধারণ ইসরায়েলিদের মানসিক পীড়া দিতে প্রায়ই এ ধরনের ভিডিও প্রকাশ করে হামাস।

৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর কেটে গেছে ২০০ দিন। এই সময়ের মধ্যে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া তাদের হামলায় আরও প্রায় ১ লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি বর্বরতার কারণে মানবেতর জীবন-যাপন করছেন লাখ লাখ গাজাবাসী।

ওইদিন প্রায় ২৪০ জনকে ধরে গাজায় নিয়ে এসেছিল হামাস। গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে হামাস-ইসরায়েলের মধ্যে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলে। ওই সময় ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এছাড়া বিভিন্ন সময় কয়েকজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে, হামাসের হাতে এখনো শতাধিক জিম্মি আটক আছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন