ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ইসরাইল ও ইউক্রেনকে যুদ্ধ সহায়তার বিলে সই করলেন বাইডেন

IMG
25 April 2024, 3:31 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইল এবং ইউক্রেনকে যুদ্ধ করার জন্য অর্থ সহায়তার বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিলে মার্কিন সরকার ইসরাইল এবং ইসরাইলকে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার জো বাইডেন এই বিলে সই করেছেন এবং এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। এর আগে, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেটে বিলটি পাস হয়। এই বিলের মাধ্যমে বিশেষ করে ইসরাইলকে যে অর্থ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, তাতে গাজায় ইসরাইল আরো ভয়াবহ গণহত্যা চালাবে।

মোট ৯ হাজার ৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে এই বিলে। এর মধ্যে ইসরাইলকে দেয়া হবে ২ হাজার ৬০০ কোটি ডলার, ৬ হাজার ১০০ কোটি ডলার ইউক্রেনকে এবং তাইওয়ানকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা। বিলটিতে সই করার পর জো বাইডেন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে এই বিল পাস করেছি; এখন আমাদের দ্রুত সামনে এগিয়ে যাওয়া দরকার, আমরা তা করছি।”

বাইডেন বলেন, এই সামরিক সহায়তা মার্কিন মিত্রদের রক্ষার জন্য বিরাট বড় সমর্থন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে অস্ত্রের চালান পাঠানো শুরু হবে। এর আগে জো বাইডেন বলেছিলেন, তিনি ইউক্রেনকে অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র খুবই দ্রুত পাঠাতে চান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন