ঢাকা      রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করলেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম

IMG
28 April 2024, 2:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: এই তীব্র তাপ থেকে সুরক্ষার লক্ষ্যে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ রোববার (২৮ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় গুলশান-২ নগর ভবনের সামনে ‘প্রশান্তির ছায়া’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

ছাতা বিতরণ কার্যক্রমটি দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন, বাংলাদেশে নিযুক্ত পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার সৈয়দ আহমেদ মারুফ, ফিলিস্তিনের উপ রাষ্ট্রদূত।

কর্মসূচির আওতায় ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেওয়া হবে। এছাড়া প্রত্যেক রিকশাচালককে ১২টি করে স্যালাইন, একটি পানির পট বিতরণ করা হবে। এই কার্যক্রমে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।

মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, 'ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশা চালকদের বিনামূল্যে ১টি করে ছাতা, ১২ প্যাকেট খাবার স্যালাইন ও একটি হাফ লিটার পানির কন্টেইনার দেওয়া হবে। তীব্র দাবদাহে রিকশা চালক ভাইদের খুব কষ্ট হয় ৷ প্রচন্ড রোদে তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো পরিবার সমস্যায় ভোগবে। কারণ অনেক রিকশা চালকের দৈনিক ইনকামের উপরে তাদের পরিবার চলে।'

এই বিষয়টিও চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে করা হয়েছে বলে জানিয়ে আতিকুল ইসলাম আরও বলেন, স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানোর কাজটি চলমান থাকবে। পার্কগুলোতেও পানির স্পে করা হবে। যদিও পার্কে স্প্রে করার কাজটি বেশ বহুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'আমরা গতবছর ৮০ হাজার গাছ লাগিয়েছি। এই বছর আরও ১ লাখ ২০ হাজার গাছ লাগাবো।

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।

বাংলাদেশ গ্লোবাল/এমএন


সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন