ঢাকা      বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

হঠাৎ কী করে বাড়লো ভোটের হার? প্রশ্ন তুললেন মমতা

IMG
01 May 2024, 8:17 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার চূড়ান্ত ভোট গ্রহণের হার প্রকাশ করার পর ভারতে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে শোরগোল পড়ে গেছে। মঙ্গলবার রাতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দফায় ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। অথচ এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, দ্বিতীয় দফায় ৬০.৯৬ শতাংশ ভোট দান হয়েছে। দ্বিতীয় দফায় কিভাবে হঠাৎই ৫.৭৫ শতাংশ ভোট বেড়ে গেলো তা নিয়েই মুর্শিদাবাদের ফারাক্কায় মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনেওয়াজ আলী রাইহানের সমর্থনে জনসভা করতে এসে নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

বুধবার এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "এর আগে নির্বাচন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যম লিখেছে, কোথায় কতো শতাংশ ভোট হয়েছে। অথচ গত রাতে হঠাৎ আমি শুনতে পেলাম, যেখানে বিজেপির কম ভোট হয়েছে সেখানে ৫.৭৫ শতাংশ ভোট হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে।" তিনি আরও বলেন, "নাগরিকদের সন্দেহ দূর করতে ইভিএম মেশিন এবং তার চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যা কী করে বাড়লো, প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কতো ভোট পড়েছিল, কতো ভোটার এবং কতো মেশিন ছিল তা আমরা জানতে চাই।"

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন, "প্রায় ১৯ লাখ ইভিএম মেশিন অনেকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যগুলি মানুষের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। এই সন্দেহ মানুষের যাতে না হয়, তাই জাতীয় নির্বাচন কমিশনের এই সন্দেহ দূর করা উচিত। শুধু "বিজেপি কমিশন" হয়ে বসে থেকে লাভ নেই, নিরপেক্ষ কমিশন হিসেবে ভারতের জনগণ নির্বাচন কমিশনকে দেখতে চায়।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন