ঢাকা      শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

IMG
03 May 2024, 12:24 PM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ থেকে ৬ বগি লাইনচ্যুত হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, যে ট্রেনটি অপেক্ষায় ছিল সেটি তেলবাহী ট্রেন ছিল। তবে যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই ট্রেনে কোনও যাত্রী আটকা পড়েনি। শুক্রবার বন্ধের দিন থাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে তেমন যাত্রী ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনম্যানের সঠিক ক্লিয়ারেন্স না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী ট্রেন এখনও ঘটনাস্থলে পৌঁছেনি।

জয়দেবপুর রেলস্টেশনের ঢাকামুখী আউটার সিগন্যালের এখানে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রেনে পরিদর্শন করছেন। পড়ে যাওয়া ট্রেনের বগিতে কোনও যাত্রী আছে কিনা সেটিও দেখছেন তারা। মালবাহী ট্রেনের গার্ডম্যান আহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার পর উৎসুক জনতা ভিড় করায় উদ্ধারকর্মীদের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানায় রেলওয়ে পুলিশ।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন