ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে সেট গঠন

IMG
04 May 2024, 7:51 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তে এবার স্পেশাল এনকোয়ারি টিম গঠন করলো কলকাতা পুলিশ। বিশেষ এই দলে মোট ৮ জন কর্মকর্তা রয়েছেন। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকেই তৎপর হয়েছে কলকাতা পুলিশ। এই ঘটনার তদন্ত করতে শুক্রবার রাজভবনে যান পুলিশ কর্মকর্তারা। জানা গিয়েছিল, নির্বাচন চলাকালীন রাজ ভবনে ঢুকতে পারবেন না কলকাতা পুলিশের কর্মকর্তারা।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এদিন রাজ ভবনে গিয়ে তদন্ত করেন কর্মকর্তারা। এমনকি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। সূত্রের খবর, এই অভিযোগ যিনি করেছেন, তিনি রাজ ভবনেরই অস্থায়ী কর্মী। তাঁর অভিযোগ, চাকরির প্রতিশ্রুতিতে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। এই অভিযোগের ভিত্তিতেই সেট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন