ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

মায়ের জেতা রায়বরেলি আসনে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী

IMG
04 May 2024, 8:16 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর প্রদেশের রায়বরেলি থেকে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী। ইতিমধ্যে তিনি কেরালার ওয়েনাড থেকে ভোটে লড়েছেন। আর এবার তিনি উত্তর প্রদেশের রায়বরেলি থেকে লড়বেন। শুক্রবার সকালেই কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল আমেঠি এবং রায়বরেলির জন্য। তখনই নিশ্চিত হয় যে সাবেক কংগ্রেস সভাপতি রাহুল রায়বরেলি থেকে লড়বেন। সেই মতো তিনি মনোনয়নপত্র জমা দেন। করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এর আগে মনে করা হয়েছিল, সোনিয়ার ছেড়ে যাওয়া রায়বরেলি থেকে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে কংগ্রেস নেতৃত্বের অনুরোধ সত্ত্বেও নাকি নির্বাচনী ময়দানে নামতে চাননি প্রিয়াঙ্কা। এদিকে, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র বঢরা নিজে আমেঠি থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সম্প্রতি।

২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে টানা তিনবার এই আমেঠি আসন থেকে জিতেছিলেন রাহুল গান্ধী। তবে ২০১৯ সালে আমেঠি থেকে হেরে গিয়েছিলেন রাহুল। এই আসন থেকে জিতেছিলেন বিজেপির স্মৃতি ইরানি। তবে সেবার কেরালার ওয়েনাড থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন রাহুল। সেখান থেকে জিতে লোকসভায় পা রেখেছিলেন তিনি। এবারও ওয়েনাড থেকে ভোটে লড়ছেন রাহুল গান্ধী। এর পাশাপাশি এবার রায়বরেলি থেকে লড়তে চলেছেন রাহুল গান্ধী।

উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। আমেঠি আসনটি কংগ্রেসকেই ছেড়ে দিয়েছে অখিলেশ যাদবের দল। রিপোর্টে দাবি করা হয়, অখিলেশ চেয়েছিলেন রাহুল যাতে আমেঠি থেকে লড়াই করেন। তবে রাহুল তাতে রাজি হননি। মায়ের রায়বরেলি আসনে লড়তে রাজি হয়েছেন রাহুল।

প্রসঙ্গত, গতবার আমেঠি থেকে স্মৃতি ইরানি ৪৯.৭১ শতাংশ ভোট পান। আর রাহুল গান্ধী পেয়েছিলেন ৪৩.৮৪ শতাংশ ভোট। এর আগে ২০১৪ সালে রাহুলের বিরুদ্ধে এই আসনে বিজেপির হয়ে লড়েছিলেন স্মৃতি ইরানি। তবে সেবার তিনি হেরেছিলেন। সেবার রাহুল পেয়েছিলেন ৪৬.৭১ শতাংশ ভোট। আর স্মৃতি পেয়েছিলেন ৩৪.৩৮ শতাংশ ভোট। তার আগে ২০০৯ সালে এই আসন থেকে রাহুল পেয়েছিলেন ৭১.৭৮ শতাংশ ভোট। আর ২০০৪ সালে রাহুল পেয়েছিলেন ৬৬.১৮ শতাংশ ভোট। এই দুই নির্বাচনেই আমেঠি আসন থেকে বিজেপি ছিল তৃতীয় স্থানে।

রায়বরেলি আসন থেকে অতীতে রাহুলের দাদা ফিরোজ গান্ধী এবং দাদী ইন্দিরা গান্ধী সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৫২ সাল থেকে এই আসনে মাত্র তিনবার হেরেছে কংগ্রেস - ১৯৭৭, ১৯৯৬ এবং ১৯৯৮ সালে। ২০০৪ সাল থেকে টানা এই আসনে জিতে এসেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। এই লোকসভা আসনের অধীনে থাকা পাঁচটি বিধানসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিল সমাজবাদী পার্টি। মাত্র একটি আসনে জিতেছিল বিজেপি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন