ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বনজুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

IMG
05 May 2024, 11:03 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গাম্বিয়ার রাজধানী বনজুলে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১৫তম শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদির পাশাপাশি মুসলিম বিশ্বের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।

এ সময় গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করতে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। ইরান ফিলিস্তিনি জনগণের পক্ষে জোরালো ভূমিকা রাখায় তিনি সন্তোষ প্রকাশ এবং তেহরানের প্রশংসা করেন।

সাক্ষাতে ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নেয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গোটা মুসলিম বিশ্বের আপামর জনসাধারণ বৃহৎ মুসলিম দেশগুলোর সরকারের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ভূমিকা আশা করে; যদিও বাস্তবে তেমনটি দেখা যাচ্ছে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শনিবার বনজুলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রানতো মারসুদি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। মিশর ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের বৈঠকে দুই ঘণ্টারও বেশি স্থায়ী হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন