ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

লোকসভা নির্বাচন দেখতে ভারতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

IMG
06 May 2024, 8:08 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার রবিবার দেশটির নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক প্রসঙ্গে ৭৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষককে অবহিত করেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসাবে ভারতে আগত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের উদ্দেশে নয়াদিল্লিতে তিনি বক্তব্য রাখেন।

বিশ্বের ২৩টি দেশ থেকে পর্যবেক্ষকরা কমিশনের আমন্ত্রণে ভারতের নির্বাচন প্রক্রিয়া দেখার জন্য এসেছেন। শনিবার তাঁরা ভারতে আসেন। মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক, মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশে ভোটগ্রহণের প্রস্তুতি এবং অন্যান্য বিষয় সরাসরি খতিয়ে দেখবেন তাঁরা। মে মাসের ৯ তারিখ পর্যন্ত তাঁরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন