ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বরগুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাফেজ ছাত্রের মৃত্যু

IMG
07 May 2024, 11:43 AM

বরগুনা, বাংলাদেশ গ্লোবাল: বরগুনার আমতলী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ (১৫) নামের এক হাফেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) রাত ৮টার দিকে আমতলী উপজেলার পূর্ব কুকুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবদুল্লাহ ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিন হাওলাদারের ছেলে ও এলাকার এরশাদ উল উলুম মাদরাসার ছাত্র।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। পরে মুষলধারে বৃষ্টি হলে বাড়ির পাশে জমে যাওয়া বিলের পানিতে মাছ ধরতে যায় আব্দুল্লাহ। এ সময় হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আব্দুল্লাহ এ বছর জানুয়ারি মাসে মাদরাসায় থেকে কোরআনের হাফেজ হয়। রতে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন