ঢাকা      সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

উপজেলা নির্বাচন: গুড়িগুড়ি বৃষ্টিতে বগুড়ার তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ

IMG
08 May 2024, 10:55 AM

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলায় গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় চলছে ভোট গ্রহণ। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভোররাত থেকে বগুড়া জেলায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সকাল থেকে দু একজন করে ভোটার তাদের ভোট দিতে এসেছেন এবং নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন। গাবতলী উপজেলার চকবোচাই ও পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, বৃষ্টিকে উপেক্ষা করেই ভোট দিতে আসছেন ভোটাররা।

পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, সকাল ৮টা থেকে ভেট গ্রহন শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে ভোটগ্রহণ চলছে। ভোটের পরিবেশ ভাল। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৮৮৭ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে এক হাজার ৮৭১ জন ও মহিলা ভোটার রয়েছে ২হাজার ০১৬ জন।

এই কেন্দ্রের ১০ বুথে দায়িত্বরতদের কাছ থেকে জানা যায় ভোট শুরুর ১ ঘন্টায় মোট ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জানা যায়, গাবতলী উপজেলা নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে রফি নেওয়াজ খাঁন রবিন আনারস প্রতীকে, আতাউর রহমান হেলিকপ্টার প্রতীক, অরুণ কান্তি রায় সিটন ঘোড়া প্রতীক এবং সাহানুর ইসলাম মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়ার গাবতলী উপজেলা।

গাবতলী উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৮০ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৩২৩ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ৬০৫ জন।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম ধাপে বগুড়ার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে শুধু সোনাতলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২২২টি। মোট ভোটার সংখ্যা ৬লাখ ৪১ হাজার ০৮৭। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৯৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭১ টি।

ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৩৬ টি। সোনাতলা উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৬১ জন। ভোট কেন্দ্র ৫৩টি। এর মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এছাড়া গাবতলী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৬২৮। ভোট কেন্দ্র রয়েছে ৯৮টি। যার সবগুলো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কর্তকর্তা।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‍‍্যাব, পর্যাপ্ত পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। একাধিক স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন