ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

নতুন বিচারের মুখোমুখি ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী

IMG
19 May 2024, 5:13 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কারাগারে বন্দী ইরানী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গেস মোহাম্মদী নারী বন্দীদের যৌন নিপীড়নের জন্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের কারণে নতুন বিচারের মুখোমুখি হয়েছেন। শনিবার তার পরিবার এ খবর জানিয়েছে। এই বিচার রবিবার শুরু হওয়ার কথা রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি এপ্রিল মাসে জেল থেকে সমর্থকদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা শেয়ার করেছিলেন; যেখানে তিনি ইসলামিক প্রজাতন্ত্রে "নারীদের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ"-এর নিন্দা করেছিলেন।

তাঁর পরিবার বলেছে, এই সর্বসাম্প্রতিক মামলায় তাকে "শাসকদের বিরুদ্ধে অপপ্রচার" করার অভিযোগ আনা হয়েছে। ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

তার পরিবার নার্গেস মোহাম্মদীকে উদ্ধৃত করে বলেছে, বিচারটি জনসমক্ষে অনুষ্ঠিত হওয়া উচিত যাতে "সাক্ষী এবং প্রাণে বেঁচে যাওয়া নারীরা ইরানের শাসন দ্বারা সংঘটিত যৌন নির্যাতনের সাক্ষ্য দিতে পারে।" মোহাম্মদী তেহরানের এভিন কারাগারে বন্দী থাকা অবস্থায় ইনস্টাগ্রামের মাধ্যমে তার এপ্রিলের বার্তায় ইরানি নারীদেরকে কর্তৃপক্ষের হাতে তাদের গ্রেপ্তার এবং যৌন নিপীড়নের ঘটনা শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন।

তিনি সাংবাদিক এবং শিক্ষার্থী দিনা গালিবাফের মামলার দিকে ইঙ্গিত করেছিলেন, যিনি অধিকার গোষ্ঠীর মতে, একটি মেট্রো স্টেশনে পূর্ববর্তী গ্রেপ্তারের সময় তাকে হ্যান্ডকাফিং এবং যৌন নির্যাতনের জন্য সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করার পরে গ্রেপ্তার করা হয়েছিল। গালিবাফ পরে মুক্তি পান।

ইরানের কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলিতে একটি ক্র্যাকডাউন জোরদার করেছে, বিশেষ করে ভিডিও নজরদারির মাধ্যমে যাতে নারীদের দেশের ইসলামিক ড্রেস কোড মানতে বাধ্য করা হয়।

নার্গেস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে বন্দী রয়েছেন এবং প্যারিসে বসবসাসকারী তার স্বামী এবং যমজ সন্তানকে বেশ কয়েক বছর ধরে দেখেননি। তিনি বলেন, রবিবার যে বিচার শুরু হবে; তা হবে তার বিরুদ্ধে এ ধরণের চতুর্থ মামলা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন