ঢাকা      রবিবার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

মাহমুদউল্লাহ-সাইফউদ্দিনকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

IMG
12 May 2024, 10:25 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হতশ্রী ব্যাটিং, ফিল্ডিংয়েও যাচ্ছেতাই অবস্থা, আশার, আলো শুধু বোলিং ডিপার্টমেন্টেই। আর সেটাতে ভর করেই বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজের শেষ ম্যাচে টাইগারদের সামনে থাকছে সফরকারীদের ধবলধোলাই করার সুযোগ।

জিম্বাবুয়ের বিপক্ষেে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রবিবার (১২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

এই সিরিজের চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকেরা। কথা ছিল, শেষের দুই ম্যাচে চালাবে পরীক্ষা-নিরীক্ষা। সেটা করার পরও গত পরশু চতুর্থ ম্যাচেও জয় তুলে নেয় টাইগাররা। এতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শান্ত বাহিনী।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে সবশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে মুখোমুখি হয়েছিল টাইগাররা। সেবারও সফরকারীদের ধবলধোলাই করেছিল স্বাগতিকেরা। চার বছর পর আবার সেই সুযোগ।

শেষ ম্যাচে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁদের জায়গা করে দিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও তানভির ইসলাম।

অন্যদিকে প্রথম জয়ের খোঁজে জিম্বাবুয়ে। এই ম্যাচে জিম্বাবুয়ে দলে একটিই পরিবর্তন। রিচার্ড এনগারাভার জায়গায় ফিরেছেন শন উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, জাকের আলী (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস ও ব্লেসিং মুজারাবানি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন