ঢাকা      শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি

IMG
16 April 2025, 7:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হয়েছে। ‘স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনটেগ্রেশন’ শীর্ষক এই চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম একটি চার বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগকে সহায়তা করবে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে লিঙ্গ-বৈষম্য ও অধিকার ভিত্তিক অভিবাসন ও পুনর্বাসন সেবা জোরদার করা। যাতে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত হয় এবং প্রবাস ফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন সম্ভব হয়। প্রকল্পটি দুটি প্রধান ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করবে- এক. অভিবাসন সেবা প্রদানের ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং দুই. ঝুঁকিপূর্ণ প্রবাস ফেরতদের সহায়তা প্রদান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে ইআরডির ইউএন উইং ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন