চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বাসযাত্রী এক কিশোরীকে রাতভর ধর্ষণ করেছেন চালক, হেলপার ও সুপারভাইজার। গত ১৫ এপ্রিল রাতে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস চালক লোকমান (২৬) ও হেলপার হানিফকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন সুপারভাইজার মোবারক হোসেন।
আসামিরা ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ধর্ষিতা কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে।
জানা গেছে, ওই কিশোরী মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠে। বাসটি চান্দগাঁও এলাকার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় পৌঁছেলে সব যাত্রী নেমে যায়। কিন্তু কৌশলে ১৪ বছর বয়সী কিশোরী যাত্রীকে আটকে রাখেব বাস হেলপার-চালক-সুপারভাইজার। বাসটি কিছুটা নির্জন স্থানে নিয়ে গিয়ে বাসের ভেতরেই তাকে ওই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার মিলে রাতভর ধর্ষণ করেন।
ভোর ৪টা পর্যন্ত চলে তার ওপর পাশবিক নির্যাতন। বুধবার সকালে কিশোরীটি চান্দগাঁও থানায় উপস্থিত হয়ে তার ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা দেয় পুলিশকে। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষকদের ধরতে অভিযানে নামে। বুধবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বাস চালক লোকমান ও হেলপার হানিফকে গ্রেফতার করে। সুপারভাইজার মোবারক হোসেনকে গ্রেফতারে সক্ষম হয়নি পুলিশ।
বাস চালক লোকমান সাতকানিয়া উপজেলার উত্তর পুরানগড় ৪ নম্বর ওয়ার্ডের শামশুল ইসলামের ছেলে এবং হেলপার হানিফের বাড়ি লোহাগাড়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মাতবর বাড়িতে। ধর্ষণের শিকার কিশোরীটি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com