ঢাকা      শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

IMG
17 April 2025, 12:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এরপর থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ও মামলায় গ্রেফতার হচ্ছেন। এর মধ্যে অনেক শীর্ষস্থানীয় মন্ত্রীরাও রয়েছেন।

বাকিরা পালিয়ে দেশ ছেড়েছেন, অনেকে দেশেই আত্মগোপনে রয়েছেন। দেশে আত্মগোপনে থাকা সেই নেতারাই কয়েকদিন পর পর গ্রেফতার হচ্ছেন। এবার গ্রেফতার হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন