ঢাকা      শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

ইলিয়াস আলীর স্পষ্ট অবস্থান জানানো সরকারের দায়িত্ব: তাহসিনা (ভিডিও)

IMG
17 April 2025, 4:10 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্পষ্ট অবস্থান জানানো সরকারের দায়িত্ব বলে মনে করেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, ‘এখনো প্রত্যাশা করি, ইলিয়াস আলী আছে এবং একদিন ফেরত আসবে। সেই প্রত্যাশা যেন সঠিক হয়।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। ইলিয়াস আলীর সন্ধানে এই অনুষ্ঠানের আয়োজন করে ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দোয়া মাহফিলে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সাত–আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি।’ তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য, কথাবার্তা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের খবর বের হচ্ছে—এর মধ্যে কোনটি সঠিক বুঝতে পারি না। একটা ইতিবাচকভাবে খবর প্রকাশ করা হয়, আবার নেতিবাচকভাবে খবর প্রকাশ করা হয়।’

তাহসিনা রুশদীর বলেন, ‘সম্প্রতি একটি খবর গুম কমিশন থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের এক শরও বেশি লোক ভারতের কারাগারে বন্দী আছে। এটা সাম্প্রতিক খবর। আমরা আসলে সত্যি কনফিউজড। আমরা ১৩ বছর ধরে প্রতি বছর গুম দিবস পালন করছি। এটা নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা চাই ভবিষ্যতে যাতে এমন দিবস আবার পালন করতে না হয়।’

ইলিয়াস আলীর স্ত্রী বলেন, ‘আমরা বর্তমান সরকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চাই, আপনারা আপনাদের গুম কমিশন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল—যেটাই গঠন করে থাকেন না কেন, গুমের বিষয়ে আপনারা কী করেছেন, সেটা স্পষ্ট করুন।’

এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে ‘গুম’ করেছে। ওই সময় ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় তাঁর উপজেলা সিলেটের বিশ্বনাথে। হরতাল চলাকালে পুলিশের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন