হবিগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু'জন নারী। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাখরনখর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ৪ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন পাঁচজন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ১৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com