ঢাকা      শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

IMG
18 April 2025, 12:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর শেওড়াপাড়ায় একটি গলির মুখে চাপাতি ঠেকিয়ে রিকশা যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোরে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাকিল ও তার সহযোগীরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের আড়াই হাজার টাকাও পাওয়া গেছে। তার মোটর সাইকেলটিও পুবাইল এলাকা থেকে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। ছিনতাইয়ের ঘটনাটি পাশের ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ছিনতাইকারী রিকশায় থাকা তরুণীর স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

ভিডিওতে দেখা যায়, পশ্চিম শেওড়াপাড়ায় একটি গলির মুখে রিকশা যাত্রী তরুণ-তরুণীকে অস্ত্রের মুখে গতিরোধ করে মোটর সাইকেলের আসা তিন ছিনতাইকারী। মুহূর্তেই সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দু’জন মোটর সাইকেল থেকে নেমে আসে। সাদা শার্ট পরা ছিনতাইকারী কোমর থেকে চাপাতি বের করে তরুণীর দিকে তেড়ে যায় ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা আরেকজন তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ও কালো রঙের ব্যাগটি ছিনিয়ে নেয়। ফুটেজে দেখা যায়, ভেতর থেকে সব কিছু বের করে ব্যাগটি ভুক্তভোগীদের দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর মোটর সাইকেলে উঠে চলে যায়।

এ বিষয়ে মিরপুর মতেল থানার ওসি সাজ্জাদ রোমন সাংবাদিকদের বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি জানান, ভুক্তভোগী তরুণ-তরুণী সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা ওই রাতে আত্মীয়ের বাসা থেকে বাসায় ফিরছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন