ঢাকা      রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
শিরোনাম

যেকোনো জাতীয় ইস্যুতে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ থাকবে: গোলাম পরওয়ার

IMG
18 April 2025, 9:10 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: যেকোনো জাতীয় ইস্যুতে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যেকোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ১৫ বছর আমাদের নেতাদের হত্যা করে শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, তাদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেডলাইন ইতিমধ্যে দিয়েছে। আমরা চাই এ সময়ের মধ্যেই সব সংস্কার করে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দিতে হবে। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন