ঢাকা      শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

মির্জা ফখরুলের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের বৈঠক

IMG
18 April 2025, 9:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে থাইল্যান্ড ভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস-এর একটি প্রতিনিধি দল। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস। অন্য সদস্যরা হলেন- মায়াবতী (বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক), থারিন্দু আবেয়ারথনা (প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার) এবং আফসানা আমে (প্রোগ্রাম অ্যাসোসিয়েট)। বৈঠকে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। সংগঠনটি গঠিত হয় ১৯৯৭ সালের নভেম্বরে। এটি একটি আন্তর্জাতিক, মাল্টি-সেক্টর, স্বাধীন এবং অরাজনৈতিক জোট। যেটি সমমনা সংগঠনগুলোর একটি সাধারণ দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করে থাকে।

সংগঠনটি মনে করে, প্রতিটি দেশে এমন একটি সরকার থাকা উচিত যার কর্তৃত্ব জনগণের ইচ্ছা থেকে উদ্ভূত হয়, যা সর্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে প্রকাশ করে।

সংগঠনটির প্রধান লক্ষ্যগুলো হলো- আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা, নির্বাচনী স্টেকহোল্ডারদের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি যেমন- গণতন্ত্রায়ণ, নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী, মিডিয়া এবং অন্যান্য সুশীল সমাজের সংস্থাগুলো যারা তাদের নিজ দেশে গণতন্ত্রীকরণের জন্য কাজ করে, তাদের সঙ্গে সমন্বয় করা। নির্বাচনী চ্যালেঞ্জ ও গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সম্মুখীন হওয়া সমস্যাগুলো মোকাবিলার জন্য তারা প্রচারাভিযান এবং পরামর্শ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে থাকে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন