ঢাকা      শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

বিয়ে করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ

IMG
19 April 2025, 11:15 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। রাজ্য বিজেপির শীর্ষ নেতার বিয়ে ঘিরে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে উৎসাহ ছিল তুঙ্গে। শুক্রবার গোধূলি লগ্নে চার হাত এক হয়। বিবাহের সন্ধ্যায় কেমন সেজেছিলেন বর-কনে?

পাত্র তথা দিলীপ ঘোষ শুরু থেকেই জানিয়েছিলেন, অতি সাধারণ ভাবে পালিত হবে বিবাহ অনুষ্ঠান। কিছুটা সেই পথেই আড়ম্বরহীনভাবেই এগিয়েছে বিয়ের অনুষ্ঠান। তবে সন্ধ্যা গড়াতেই নববধূর সাজে ধরা দেন পাত্রী রিঙ্কু। দিলীপ ঘোষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার দিন বাঙালি নববধূর সাজে ধরা দেন তিনি। নিজের বাড়ি থেকে গাড়িতে ওঠার সময় দেখা যায় সোনালী পাড়ের লাল বেনারসিতে সেজেছেন তিনি। মাথায় রয়েছে চোলি এবং ছোট্ট মুকুট। মানানসই সোনার গয়না গলায়! লম্বা সোনালী নাকের নথ। কানে ঝুমকো দুল। কপালে লাল টিপ এবং লম্বা টিকলি।

কম যাননি দিলীপ ঘোষও। বিয়ের অনুষ্ঠানে সাদা চিকনকারি পাঞ্জাবীতে হাজির হন দিলীপ। সঙ্গে সাদা ধুতি, মাথায় টোপর। খাঁটি বাঙালি সাজে ধরা দেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি। গলায় ছিল হলুদ উত্তরীয় এবং গোলাপ ও রজনীগন্ধার মালা।

গতকাল সকাল থেকেই বিভিন্ন সময়ে দিলীপ ঘোষের বাড়িতে হাজির হয়েছেন রাজ্য বিজেপির একাধিক নেতা। শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন