ঢাকা      সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
শিরোনাম

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দু'পক্ষের সংঘর্ষ, নিহত শিক্ষার্থী

IMG
19 April 2025, 10:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। আজ শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, টেক্সটাইল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ। সেখান থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কুর্মিটোলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বনানী থানার ওসি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন