ঢাকা      রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
শিরোনাম

সিলেট টেস্ট: জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

IMG
20 April 2025, 12:27 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথম ঘন্টায় দুই ওপেনারকে হারানোর পর লাঞ্চের আগে আর কোন বিপদে পড়েনি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জীবন পেয়ে জুটি গড়ে মুমিনুল হক এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলকে। রোববার সিলেট টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেটে ৮৪ রান করেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে টানছেন শান্ত-মুমিনুল। ৪৩ বলে ৩০ রানে অপরাজিত আছেন শান্ত, ৪৬ বলে ২১ রান করে তার সঙ্গী মুমিনুল।

মুমিনুল অবশ্য ফিরতে পারতেন শূন্য রানে। ব্লেসিং মুজারাবানির বলে তার সহজ ক্যাচ ফেলে দেন কিপার নিয়াশা মায়াভু।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির নিখুঁত লাইন লেন্থে নিজেদের মেলে ধরতে সময় লাগে স্বাগতিক দলের। দুই দুজন উইকেট ফেলতে না পারলেও নবম ওভারে গিয়ে প্রথম সাফল্য পান বদলি পেসার নিয়াউচি। তার বলে খোঁচা মেরে গালিতে ব্রায়ান বেনেটের হাতে জমা পড়েন ২৩ বলে ১২ রান করা সাদমান।

নিজের পরের ওভারে উইকেটের পেছনে তিনি ক্যাচ বানান মাহমুদুল হাসান জয়কে। ডানহাতি ওপেনারের কিপারের গ্লাভসে জমা পড়ার আগে ৩৫ বলে করেন ১৪ রান। ৩২ রানে পড়ে দুই উইকেট। পরের ওভারে বিদায় হতে পারতো মুমিনুলের। মুজারাবানির লাফিয়ে উঠা বল ছাড়তে গিয়ে গ্লাভসে লাগিয়েছিলেন শূন্য রানে থাকা মুমিনুল। সহজ এই ক্যাচ ছেড়ে দেন কিপার মায়াভু।

প্রথম ঘন্টার নড়বড়ে শুরু পরে সামাল দেন শান্ত-মুমিনুল। বাউন্ডারি বের করে ক্রমশ পরিস্থিতি নিজেদের দিকে নিয়ে যেতে থাকেন তারা। সিলেটের আকাশে মেঘ জমায় বোলিং কন্ডিশন ছিল সহায়ক। তাতে কিছু বলে সম্ভাবনা তৈরি হলেও উইকেট ফেলতে পারেনি সফরকারীরা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন