ঢাকা      সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
শিরোনাম

বিএনপির চায়ের দাওয়াতে সিপিবি ও বাসদ (ভিডিও)

IMG
20 April 2025, 8:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। আজ রোববার (২০ এপ্রিল) বিকেল চারটায় রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় এই বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বৈঠকে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, ‘প্রথম অনানুষ্ঠানিক বৈঠক’-এ সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন রয়েছেন।

বৈঠক প্রসঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমাদের আজকে অনানুষ্ঠানিক একটা বৈঠক ছিল। চায়ের দাওয়াতে আমরা আসছিলাম। যেহেতু আমাদের একটা জোট আছে, তাই কারও সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হলে আমরা জোটে আলোচনা করেই করবো। বৈঠকে প্রধানত রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, কীভাবে নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি, দেখা–সাক্ষাৎ-আলোচনার প্রয়োজনে তা নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে শুধু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সিপিবির পক্ষে দলটির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন। অন্যদিকে বাসদের পক্ষে দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন