ঢাকা      মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
শিরোনাম

দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

IMG
21 April 2025, 6:22 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান করেছে বাংলাদেশ। এখনও ২৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয় ২৭৩ রানে।

তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব ছাপিয়ে আলোচনা মাহমুদুল হাসান জয়ের জীবন নিয়েই। তিনি জীবন না পেলে ব্যর্থতার পাল্লা আরও ভারী হতো ওপেনারদের। অনেক দিন থেকেই ব্যর্থ বাংলাদেশের ওপেনাররা। এদিন ইনিংসের চতুর্থ ওভারেই ফিরে যান সাদমান ইসলাম। ব্লেসিং মুজারাবানির বলে ড্রাইভ করতে গেলে ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শন উইলিয়ামসের হাতে। ১০ বলে ৪ রান করেন বাঁহাতি এই ওপেনার।

জয় ভাগ্য নিয়ে মাঠে নেমেছিলেন। ব্যক্তিগত ৬ রানে মুজারাবানির বলে যে জীবন পেলেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ব্যাটের কানায় ছুঁয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর হাতে যায় বল। কিন্তু সহজ ক্যাচ ছেড়ে দেন দ্রুত প্রতিক্রিয়া দেখাতে না পেরে। এরপর ব্যক্তিগত ১৮ রানে রিচার্ড এনগাভারার বলে আবার জীবন পান জয়। এবার স্লিপে তার ক্যাচ ছাড়েন বেন কারান।

তবে তাতে দিনের শেষটা ভালো হয়েছে বাংলাদেশের। সাবেক অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে মাঠ ছেড়েছেন জয়। ৪২ বলে ৬টি চারের সাহায্যে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৬ বলে ৩টি চারের সাহায্যে ১৫ রান মুমিনুলের। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি পান মুজারাবানি। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন