ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ব্যাটা রিচালিত অটো রিকশা চালানোর দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত চালকরা আজ দুপুরে কয়েকজন পথচারী, মোটর সাইকেল আরোহী ও সাংবাদিককে লাঠি দিয়ে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, যারাই মোবাইল ফোন দিয়ে তাদের ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেছেন, তাদেরকেই শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী ১১ নম্বর রোডে আন্দোলনের সময় বিক্ষুব্ধ ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা যাকে পেয়েছেন, তাকেই হেনস্তা করেছেন। যারা পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলেন, তাদের কয়েকজনকে প্রকাশ্যেই পেটানো হয়েছে।
বনানী থানা সূত্রে জানা যায়, গুলশান সোসাইটির পক্ষ থেকে সম্প্রতি একটি নোটিশে বলা হয়, ওই এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশা চলবে না। তবে এ সিদ্ধান্ত মানতে রাজি নন চালকরা। তারা কয়েকদিন ধরেই গুলশান ও আশপাশের এলাকায় রিকশা চালানোর দাবিতে আন্দোলন করছেন। আজ সোমবার সেই আন্দোলন চরমে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই রাস্তায় ব্যাটারি চালিত রিকশা আটকে দিচ্ছিলেন সোসাইটির লোকজন। এতে উত্তেজিত হয়ে ওঠেন চালকরা। বিক্ষোভ শুরু করেন বনানী ১১ নম্বর রোডে। এসময় রাস্তায় যাদের দেখা গেছে মোবাইল ফোনে ভিডিও তুলতে বা ছবি তুলতে, তাদের দিকে তেড়ে যান কয়েকজন চালক। লাঠি দিয়ে পেটানও।
একাধিক মোটর সাইকেল আরোহীকেও লাঠিপেটা করা হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন। এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, “চালকরা এখন বনানী ১১ নম্বর রোডে অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।”
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com