ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) সোমবার সকালে মৃত্যুবরণ করেন। সম্প্রতি টানা পাঁচ সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ক্যাথলিক নেতা। এরপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক মাসের মাথায় মারা গেলেন বিশ্বজুড়ে সম্মানিত এই ধর্মগুরু।
চিকিৎসাধীন অবস্থায় 'ডাবল নিউমোনিয়ায়' আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার ভ্যাটিকানের প্রকাশ করা ডেথ সার্টিফিকেটের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মূলত স্ট্রোক করেই মারা গেছেন পোপ। স্ট্রোক করে কোমায় চলে যান পোপ ফ্রান্সিস। তারপর 'চিকিৎসাতীত হৃদরোগে' আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে।
পোপ ফ্রান্সিস বাংলাদেশ সময় গতকাল সোমবার সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে ভ্যাটিকানের সান্তা মারিয়ায় নিজ অ্যাপার্টমেন্টে মারা যান। ডেথ সার্টিফিকেট মতে, তিনি 'সেরিব্রাল স্ট্রোক, কোমা ও চিকিৎসাতীত হৃদরোগে' আক্রান্ত হয়ে মারা গেছেন।
হাসপাতালে ভর্তির আগে থেকেই শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন পোপ। এরপর হাসপাতালে থাকাকালীন ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। পাশাপাশি তিনি টাইপ টু ডায়াবেটিস, আর্টেরিয়াল হাইপারটেনশন ও ব্রঙ্কাইটিসেও আক্রান্ত ছিলেন। ডায়াবেটিসের বিষয়টি হাসপাতালে ভর্তির আগে অজানা ছিল। পোপ ফ্রান্সিসের ডেথ সার্টিফিকেটে সাক্ষর দিয়েছেন ভ্যাটিকান সিটি স্টেটের স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক আন্দ্রেয়া আর্কঅ্যাঞ্জেলি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com