ঢাকা      বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
শিরোনাম

ওবায়দুল কাদেরের ভাগনে রতন গ্রেপ্তার

IMG
22 April 2025, 1:06 PM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগনে আলী হায়দার রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর রমনা থানার সহায়তায় গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তাকে আটক করে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল।

জানা যায়, আলী হায়দার রতনের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড়বাড়ি চর গ্রামে। তার পিতার নাম নুরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগনে এবং ওই এলাকার আওয়ামী লীগ নেতা।

এছাড়াও শ্রীপুর থানায় জুলাই আন্দোলনের অন্তত ২টি হত্যা মামলার আসামি আলী হায়দার রতন। তিনি দীর্ঘদিন যাবত ফেরারি অবস্থায় শ্রীপুরের বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন বলে জানা যায়।

এদিকে, ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, আজ মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে নিজ জেলায় পাঠানো হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন