ঢাকা      বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
শিরোনাম

আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান (ভিডিও)

IMG
22 April 2025, 10:32 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী ১০ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই।’ তিনি আরও বলেছেন, ‘সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশ গ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।’ রংপুর বিভাগের তিন জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-দৃঢ় ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।’ তিনি বলেন, ‘বিএনপি অন্য কোনো প্রক্রিয়ায় স্বৈরাচারের পরিবর্তন প্রত্যাশা করেনি। বরাবরই আমরা বলেছি, ফয়সালা হবে রাজপথে।’

তারেক রহমান আরও বলেন, ‘রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ব্যর্থ হবে সব অর্জন। এ পর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতিতে যতো কাজ হয়েছে, এর ৭০ ভাগই হয়েছে বিএনপি আমলে।’ তিনি বলেন, ‘বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’

এর আগে, প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ‘প্রশ্নোত্তর পর্বে’ অংশ নেন তিনি। এসময় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি— ‘‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন