ঢাকা      বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
শিরোনাম

কুয়েটে তালা ভেঙে রোকেয়া হলে প্রবেশ করলেন ছাত্রীরা

IMG
22 April 2025, 10:51 PM

খুলনা, বাংলাদেশ গ্লোবাল: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার ছাত্রীরা রোকেয়া হলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রীরা রোকেয়া হলের তালা ভাঙেন। এ সময় ছাত্র হলের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের তালা ভাঙতে সহায়তা করেন।

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোর তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন আন্দোলনরত ছাত্ররা। গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হলও তালাবদ্ধ ছিল। সর্বশেষ সেটিরও তালা ভেঙ্গে ছাত্রীরা হলে প্রবেশ করেছেন।

এ সময় রোকেয়া হলের সামনে অবস্থানকারী শিক্ষার্থীরা বলেন, এখন আমরা ১০/১৫ জন এসেছি। আমাদের অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে। তারাও আজ-কালকের মধ্যে হলে প্রবেশ করবে।

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন কুয়েটের ৩২ জন শিক্ষার্থী। আজ মঙ্গলবার তাদের মধ্যে ৪ জন অসুস্থ হয়ে পড়েন। তবে একজনের মা অসুস্থ থাকায় তিনি বাড়ি ফিরে গেছেন। বর্তমানে টানা ২৭ ঘণ্টা ধরে অনশনরত রয়েছেন ২৭ শিক্ষার্থী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন