ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আবারও রক্তাক্ত ভূস্বর্গ। বিজেপি সরকারের জম্মু ও কাশ্মীরকে শান্ত করার দাবি উড়িয়ে আরও একবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। আর এবার জঙ্গিদের নিশানায় একেবারে নিরীহ পর্যটকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ পর্যটক।
বিভিন্ন মহল থেকে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। শোক প্রকাশ করেছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সন্ধ্যায় দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা। রাতে শ্রীনগর পৌঁছার পর নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকে বসেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পর্যটকদের জন্য হেল্প লাইন নম্বর চালু করেছে অনন্তনাগ পুলিশ। নম্বরগুলি হলো- ৯৫৯৬৭৭৭৬৬৯, ০১৯৩২২২৫৮৭০ ।
আজ স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁওয়ের বৈসরান ভ্যালিতে এই হামলার ঘটনা ঘটেছে। জঙ্গি হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে জম্মু-কাশ্মীর পুলিশ ও বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু করা হয়েছে সার্চ অপারেশনও।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে দাবি, বৈসরান ভ্যালিতে বেশ কয়েকজন পর্যটক ঘোড়ায় চড়ে ছুটি উপভোগ করছিলেন। সেই সময়ই কয়েকজন জঙ্গি আচমকা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাথমিকভাবে হামলায় এক পর্যটকের মৃত্যু খবর পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়তে থাকে।
হামলার খবর পেয়েই সিআরপিএফের বিশেষ টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, হামলাকারীরা পুলিশ ও সেনার পোশাক পরে এসেছিল। মূলত পর্যটকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com